প্রেসিডেন্টের প্রেস সার্ভিস প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেন, জাতিসংঘের ৮০তম বার্ষিকী ২০২৫ সাল উদযাপনের পরিবর্তে বৈশ্বিক ব্যবস্থার পতনের বছর হিসেবেও ইতিহাসে লিপিবদ্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
লুলা দা সিলভা বহুপাক্ষিকতা ও ন্যায়ের ভিত্তিতে একটি নতুন বৈশ্বিক কাঠামো গঠনের আহ্বান জানিয়ে বলেন, ‘বিদ্যমান বিশ্বব্যবস্থায় ফাটল ধরেছে ইরাক ও আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের মধ্য দিয়ে। আর গাজা উপত্যকায় চলমান সংঘাত এ ব্যবস্থার গভীর সংকটের সবচেয়ে স্পষ্ট উদাহরণ।’
তিনি বলেন, গাজায় গণহত্যা ঠেকাতে ব্যর্থতা মানবতার মৌলিক মূল্যবোধকে অস্বীকার করার শামিল। পার্থক্য দূরীকরণে ব্যর্থতা মধ্যপ্রাচ্যে সহিংসতার নতুন অধ্যায় উসকে দিচ্ছে, যার সাম্প্রতিক উদাহরণ ইরানের ওপর হামলা।
লুলা আরও বলেন, ‘আজ প্রয়োজন কূটনীতিনির্ভর, কার্যকর এবং ন্যায়ভিত্তিক এক বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা। যে কাঠামো মানবতার আর্তনাদকে শুনতে পারবে এবং বৈষম্য, যুদ্ধ এবং পরিবেশ-সংকটের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে পারবে। শুধুমাত্র এই পথেই যুদ্ধের নির্মমতা ও বৈষম্যের উত্থান বন্ধ করা সম্ভব।
0 মন্তব্যসমূহ