Header Ads Widget

Responsive Advertisement

মিটফোর্ডের সামনে ভাঙারি ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার ৪



বিশ্ব সংবাদ, দক্ষিণ আমেরিকা ডিজিটাল ডেস্ক :

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি, এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)। এ সময় তারেকের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে রাস্তার ওপর একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যক্তিকে পাথর দিয়ে আঘাত ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে।

হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার মূল কারণ অনুসন্ধান এবং বাকি জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ