৩৫ বছর বয়সী দাভিদে আনচেলত্তি অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে ক্লাব বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর বরখাস্ত হওয়া রেনাতো পাইভার জায়গায় আসতে সম্মত হয়েছেন। ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, রোববার দুই পক্ষের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়েছে এবং আগামী সপ্তাহে দাভিদে রিও ডি জেনেইরোতে যোগ দেবেন বলে জানা গেছে।
২০১২ সাল থেকে বাবার সঙ্গে বায়ার্ন মিউনিখ, নাপোলি, এভারটন এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে কাজ করেছেন দাভিদে। সম্প্রতি ব্রাজিল জাতীয় দলেও সহকারী কোচের ভূমিকায় ছিলেন। তবে এবারই প্রথম নিজস্ব কোচিং স্টাফ নিয়ে পূর্ণ স্বাধীনতায় কোনো দলের প্রধান কোচ হতে যাচ্ছেন তিনি।
কোপা লিবার্তাদোরেস এবং ব্রাজিলিয়েরাওয়ের বর্তমান চ্যাম্পিয়ন বোটাফোগো সম্প্রতি পারফরম্যান্সের সংকটে ভুগছে। ক্লাবটির মালিক জন টেক্সটর অনেকদিন ধরেই এমন একজন কোচ খুঁজছিলেন, যিনি ইউরোপিয়ান ঘরানার অভিজ্ঞতা নিয়ে আসতে পারেন। দাভিদের নিয়োগ তাই ক্লাবটির জন্য যেমন নতুন আশার আলো, তেমনি তার জন্যও বড় এক পরীক্ষা।
এ মুহূর্তে ইউরোপে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন দাভিদে আনচেলত্তি। ফলে সামনের ভাস্কো দা গামার বিপক্ষে ম্যাচে ডাগআউটে থাকছেন না তিনি। ওই ম্যাচের দায়িত্ব সাময়িকভাবে পালন করবেন সহকারী কোচ ক্লদিও কাসাপা।
২০২১ সালের শেষ দিকে বোটাফোগো ক্লাব পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পর থেকে কোচ বদলের হার বেড়ে গেছে। দাভিদে হতে যাচ্ছেন নতুন মালিকানার অধীনে সপ্তম কোচ। এখন পর্যন্ত একমাত্র লুইস কাস্ত্রোই এক বছরের বেশি সময় দায়িত্বে ছিলেন।
দাভিদে আনচেলত্তির এই আগমন শুধু বোটাফোগোর জন্য নয়, ব্রাজিলিয়ান ফুটবলেও ইউরোপিয়ান কোচিং ঘরানার নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত। ইতিহাস আর আবেগের শহর রিও ডি জেনেইরো এবার অপেক্ষা করছে এই তরুণ কোচের হাত ধরে এক নতুন যাত্রার।
0 মন্তব্যসমূহ