Header Ads Widget

Responsive Advertisement

রাশিয়ায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষ, আহত শতাধিক

                                রাশিয়ার দক্ষিণাঞ্চলে সোমবার যাত্রীবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। ছবি : তাস
বিশ্ব সংবাদ, দক্ষিণ আমেরিকা ডিজিটাল ডেস্ক :রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি লেভেলক্রসিংয়ে সোমবার যাত্রীবাহী ট্রেন ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১০০ জন আহত হয়েছে। ট্রেনটিতে ৮০০ জনেরও বেশি যাত্রী ছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রাকটি রেললাইনের পাশে পড়ে রয়েছে।
সেই সঙ্গে ট্রেনের বেশ কয়েকটি বগিও পাশে পড়ে থাকতে দেখা যায়।
দক্ষিণ ভলগোগ্রাদ অঞ্চলের গভর্নর আন্দ্রেই বোচারভ বলেন, ট্রেনটি কাজান ও অ্যাডলার শহরের মধ্যে প্রায় ৮০০ যাত্রী নিয়ে যাচ্ছিল। এটি একটি ‘অরক্ষিত ক্রসিংয়ে’ ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়ে।
জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, ‘ট্রেন লাইনচ্যুত হওয়ার স্থানে জরুরি উদ্ধারকাজ চালানো হচ্ছে।
৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে সাতটি উল্টে গেছে। আপাতত ১০০ জনেরও বেশি লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।’
বার্তা সংস্থা তাস জানিয়েছে, ১৫ শিশুসহ প্রায় ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য ২২ জন অ্যাম্বুল্যান্স ক্রুকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এদিকে এই দুর্ঘটনার পর ফৌজদারি তদন্ত শুরু করার কথা জানিয়েছে দেশটির তদন্ত কমিটি। রাষ্ট্রীয় ট্রেন অপারেটর রুশ রেলওয়ে এই ঘটনার জন্য ট্রাকের চালককে দায়ী করেছে। তারা বলেছে, ‘সিগন্যালিং সিস্টেমটি সঠিকভাবে কাজ করার পরও চালক চরমভাবে ট্রাফিক নিয়ম লঙ্ঘন করেছেন। তিনি তখন ক্রসিংয়ে গাড়ি চালিয়েছেন। ট্রেনচালক জরুরি ব্রেক প্রয়োগ করেছিলেন।
কিন্তু অল্প দূরত্বের কারণে সংঘর্ষ এড়ানো যায়নি। ট্রেনটি ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে যাচ্ছিল।


সূত্র : এএফপি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ