Header Ads Widget

Responsive Advertisement

দুই মাসে ৬ হাজারের বেশি প্রবাসীকে কুয়েত থেকে বহিষ্কার



বিশ্ব সংবাদ, দক্ষিণ আমেরিকা ডিজিটাল ডেস্ক :কুয়েত থেকে ২০২৫ সালের মে ও জুন মাসে মোট ৬ হাজার ৩০০ জনেরও বেশি প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এই বহিষ্কার কার্যক্রম চালানো হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, অভিবাসন ও শ্রমবাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে এসব প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে কেউ অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন, আবার অনেকে আদালতের আদেশে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

কুয়েতের বহিষ্কার ও আটক বিভাগ জানিয়েছে, প্রবাসীদের মানবিক সেবা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে বহিষ্কার কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

জানা গেছে, অবৈধভাবে বসবাসকারী ও কর্মরত প্রবাসীদের শনাক্তে কুয়েতজুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে আটক ব্যক্তিদের নির্ধারিত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সম্প্রতি এই অভিযান আরও জোরদার করা হয়েছে। অভিবাসন আইন বাস্তবায়ন ও শ্রমবাজারের নিয়ন্ত্রণ নিশ্চিত করার বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ