Header Ads Widget

Responsive Advertisement

৩০ শতাংশ শুল্ককে ‘অন্যায্য’ বলে ট্রাম্পের সমালোচনায় মেক্সিকো



বিশ্ব সংবাদ, দক্ষিণ আমেরিকা ডিজিটাল ডেস্ক :

১২ জুলাই, ২০২৫: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুমকির কড়া সমালোচনা করেছে মেক্সিকো। শনিবার এক বিবৃতিতে দেশটির সরকার ৩০ শতাংশ শুল্ককে ‘অন্যায্য হার’ বলে অভিহিত করেছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এক বৈঠকে মেক্সিকোকে জানানো হয়, ট্রাম্প ঘোষিত এই নতুন শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

মেক্সিকো সিটি থেকে এএফপির খবরে বলা হয়েছে, মেক্সিকোর অর্থনীতি ও পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, “বৈঠকে আমরা স্পষ্ট করেছি, এ সিদ্ধান্ত অন্যায্য এবং আমরা এটি মেনে নিতে পারি না।”

বিবৃতিতে আরও জানানো হয়, উভয় দেশের সীমান্ত অঞ্চলের ব্যবসা ও কর্মসংস্থান সুরক্ষায় বিকল্প কোনো সমাধানের পথ খুঁজতে মেক্সিকো ইতোমধ্যে আলোচনায় বসেছে। তারা আশা করছে, পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে এই শুল্ক আরোপ এড়ানো সম্ভব হবে।

ট্রাম্পের শুল্ক নীতির ফলে সবচেয়ে ঝুঁকির মুখে রয়েছে মেক্সিকো। কারণ, দেশটির ৮০ শতাংশ রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রেই যায়।

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ট্রাম্প মেক্সিকো সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে আসছেন। তিনি দাবি করেছেন, মেক্সিকো যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক পাচার রোধে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। আর এর প্রতিক্রিয়ায়ই শুল্ককে চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহার করছেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ