Header Ads Widget

Responsive Advertisement

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গ্রেফতার ২ লাখ ৮৬ হাজার অভিবাসী



বিশ্ব সংবাদ, দক্ষিণ আমেরিকা ডিজিটাল ডেস্ক :ফ্লোরিডা, ১২ জুলাই: ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ২ লাখ ৮৬ হাজারের বেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম।

শনিবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অভিবাসন নীতির অংশ হিসেবে ‘অ্যালিগেটর আলক্যাট্রেজ’ মডেলে নতুন একটি ডিটেনশন সেন্টার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ নিয়ে পাঁচটি রিপাবলিকান-শাসিত রাজ্যের সঙ্গে আলোচনা চলছে।

তবে কোথায় এই সেন্টার স্থাপন করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান নোয়েম। তিনি আরও বলেন, “আটক অভিবাসীদের জন্য শয্যা সংখ্যা দ্বিগুণ করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। খুব শিগগিরই ডিটেনশন সেন্টারের স্থান ঘোষণা করা হবে।”

ট্রাম্প প্রশাসনের শুল্ক ও অভিবাসন নীতির কারণে দক্ষিণ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে উত্তেজনা বাড়ছে বলে সংশ্লিষ্ট মহলের আশঙ্কা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ