শনিবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অভিবাসন নীতির অংশ হিসেবে ‘অ্যালিগেটর আলক্যাট্রেজ’ মডেলে নতুন একটি ডিটেনশন সেন্টার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ নিয়ে পাঁচটি রিপাবলিকান-শাসিত রাজ্যের সঙ্গে আলোচনা চলছে।
তবে কোথায় এই সেন্টার স্থাপন করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান নোয়েম। তিনি আরও বলেন, “আটক অভিবাসীদের জন্য শয্যা সংখ্যা দ্বিগুণ করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। খুব শিগগিরই ডিটেনশন সেন্টারের স্থান ঘোষণা করা হবে।”
ট্রাম্প প্রশাসনের শুল্ক ও অভিবাসন নীতির কারণে দক্ষিণ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে উত্তেজনা বাড়ছে বলে সংশ্লিষ্ট মহলের আশঙ্কা।
0 মন্তব্যসমূহ