রোববার (১৩ জুলাই) ভোর থেকে নতুন করে আরও অন্তত ১০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
গাজা সিটির এক জনবহুল বাজারে ভয়াবহ বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। আহত হয়েছেন অনেকে। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।
এছাড়া, নুসেইরাত শরণার্থী শিবিরে খাবার পানির জন্য অপেক্ষমাণ মানুষের উপর ইসরায়েলের মিসাইল হামলায় শিশুসহ আরও ১০ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, হামাস যোদ্ধাদের লক্ষ্য করে ছোঁড়া মিসাইল যান্ত্রিক ত্রুটির কারণে ওই এলাকায় গিয়ে পড়েছে।
অবরোধ ও টানা হামলায় গাজায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। ফলে হাসপাতাল, যানবাহন ও জরুরি সেবাগুলো হুমকির মুখে। এই পরিস্থিতিতে অবরুদ্ধ উপত্যকাটিতে দ্রুত জ্বালানি সরবরাহের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
0 মন্তব্যসমূহ