গাজামুখী ত্রাণবাহী নৌবহরে অংশ নেওয়ার অভিযোগে আটক ১৭১ জন আন্তর্জাতিক কর্মীকে দেশ থেকে বহিষ্কার করেছে ইসরায়েল। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক্স (পূর্বে টুইটার)–এ দেওয়া এক পোস্টে জানায়,
“আজ হামাস–সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জন উসকানিদাতাকে — যাদের মধ্যে গ্রেটা থুনবার্গও আছেন — ইসরায়েল থেকে গ্রিস ও স্লোভাকিয়ায় পাঠানো হয়েছে।”
বলা হয়, বহিষ্কৃতদের মধ্যে গ্রিস, ইতালি, ফ্রান্স, যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের নাগরিক রয়েছেন।
ইসরায়েলি মন্ত্রণালয়ের পোস্টে শেয়ার করা ছবিতে দেখা যায়, গ্রেটা থুনবার্গ ও আরও দুই নারী বন্দিদের মতো ধূসর ট্র্যাকস্যুট পরে তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হাঁটছেন।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপিকে জানিয়েছেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩৮ জন কর্মী এখনো ইসরায়েলে আটক রয়েছেন।
ত্রাণ নৌবহরের লক্ষ্য ও অভিযানের পটভূমি
৪৫টি নৌযানের এই ত্রাণবাহী বহরটি গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ ভেঙে জরুরি মানবিক সহায়তা পৌঁছে দিতে চেয়েছিল।
জাতিসংঘ জানিয়েছে, দুই বছরের বিধ্বংসী সংঘাতের পর গাজায় এখন দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
গত বুধবার ইসরায়েল আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার জাহাজগুলো আটক করে। এক কর্মকর্তা জানিয়েছেন, প্রায় চার শতাধিক কর্মী ও সহায়তা সামগ্রী বহনকারী নৌযানগুলোকে গাজায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
শনিবার ইস্তাম্বুলে পৌঁছানো কিছু আন্তর্জাতিক কর্মী অভিযোগ করেন, আটক অবস্থায় তাদের সঙ্গে “প্রাণীর মতো আচরণ” করা হয়েছে এবং তারা সহিংসতার শিকার হয়েছেন।
ইসরায়েলের দাবি
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবারের পোস্টে জানায়,
“এই প্রচারণামূলক কার্যক্রমের অংশগ্রহণকারীদের সব আইনি অধিকার নিশ্চিত করা হয়েছে এবং করা হবে।”
তারা আরও দাবি করে,
“তারা যে অভিযোগ ও মিথ্যা ছড়াচ্ছেন, তা তাদের পূর্বপরিকল্পিত ‘ফেক নিউজ অভিযান’-এর অংশ।”
.png)
0 মন্তব্যসমূহ