Header Ads Widget

Responsive Advertisement

লুলা ও ট্রাম্প শুল্ক ইস্যুতে সরাসরি আলোচনায় বসতে সম্মত



বিশ্ব সংবাদ, দক্ষিণ আমেরিকা ডিজিটাল ডেস্ক :ব্রাসিলিয়া, ৬ অক্টোবর ২০২৫:

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্কসংক্রান্ত বিরোধ মীমাংসায় সরাসরি বৈঠক করার প্রতিশ্রুতি দিয়েছেন।

রয়টার্স ও সিএনএন ব্রাজিলসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার দুই নেতার মধ্যে প্রায় ৩০ মিনিটের এক ভিডিও বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য, শুল্ক, ও বিনিয়োগসহ বিভিন্ন অর্থনৈতিক বিষয় উঠে আসে।

ব্রাজিল সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, লুলা ও ট্রাম্প “শীঘ্রই সরাসরি সাক্ষাৎ করার ব্যাপারে” সম্মত হয়েছেন। সম্ভাব্য বৈঠকটি যুক্তরাষ্ট্রে অথবা আগামী আসিয়ান শীর্ষ সম্মেলনের সময় মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

লুলা বৈঠকে যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০ শতাংশ শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং বলেছেন, ব্রাজিল আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী। অপরদিকে ট্রাম্পও ইতিবাচক মনোভাব প্রকাশ করে বিষয়টি “বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করা যেতে পারে” বলে মন্তব্য করেছেন।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইতিমধ্যে ব্রাজিলের কূটনৈতিক ও অর্থনৈতিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনার দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি দুই দেশ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আওতায়ও আনুষ্ঠানিক পরামর্শ প্রক্রিয়া শুরু করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লুলা ও ট্রাম্পের মধ্যে এই সম্ভাব্য সরাসরি বৈঠক ব্রাজিল-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে, যদিও চূড়ান্ত তারিখ ও স্থান এখনো নির্ধারিত হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ