Header Ads Widget

Responsive Advertisement

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন: বাতাসের কারণে নিয়ন্ত্রণে বেগ, আহত ফায়ার ফাইটার ২ জন


বিশ্ব সংবাদ, দক্ষিণ আমেরিকা ডিজিটাল ডেস্ক :ঢাকা, ১৮ অক্টোবর:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে খোলা জায়গায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি জানান, আগুন নেভানোর কাজে বাতাস ছিল সবচেয়ে বড় বাধা।

শনিবার (১৮ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের ডিজি এসব তথ্য জানান।
তিনি বলেন, “আসলে আগুন নেভাতে এসে সবচেয়ে বড় সমস্যা ছিল বাতাস। যেহেতু এটা খোলা জায়গা, তাই প্রচুর বাতাস ছিল। ফলে অক্সিজেনের প্রাপ্তি আগুনকে জ্বালাতে সহায়তা করেছে। এ কারণেই দূর থেকেও ধোঁয়া দৃশ্যমান ছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত ২টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ডিজি বলেন, “আমরা যখন আসি, তখন এভিয়েশনের ফায়ার ফাইটিং ভেহিক্যালগুলোও কাজ করছিল। এখন পর্যন্ত ৩৭টি ইউনিট অংশ নিয়েছে। এখন পর্যন্ত কোনো নিহতের খবর নেই।

তিনি জানান, রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। “বর্তমানে নির্বাপণ কাজ চলছে। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, বাড়ার কোনো আশঙ্কা নেই,” বলেন ডিজি।
এ ঘটনায় দুইজন ফায়ার ফাইটার আহত হয়েছেন বলে তিনি নিশ্চিত করেন। “আমরা শুনেছি, আনসারের কিছু সদস্যও প্রাথমিকভাবে আহত হতে পারেন, তবে এখনো নিশ্চিত সংখ্যা পাওয়া যায়নি,” যোগ করেন তিনি।

বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের স্থানের বিষয়ে ডিজি বলেন, “এটি আমদানি কার্গো রাখার জায়গা, আনুমানিক ৪০০ গজ বাই ৪০০ গজ আয়তনের খোলা ও বদ্ধ স্টোরেজ এলাকা। সেখানে বিভিন্ন মালামাল রাখা ছিল, যেগুলোর আগুন নেভানোর কাজ করা হয়েছে।

আগুনের সূত্রপাত নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটি এখনই বলা সম্ভব নয়, তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে।


ক্ষয়ক্ষতির বিষয়ে ডিজি জানান, “আমরা একদিকে আগুন নিভিয়েছি, অন্যদিকে মালামাল সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছি। কিছু জিনিসপত্র উদ্ধার করা গেছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ