Header Ads Widget

Responsive Advertisement

“ভুয়া আইনজীবী” কেলেঙ্কারি: ছয় রাজ্যে ব্যাপক অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা জারি



বিশ্ব সংবাদ, দক্ষিণ আমেরিকা ডিজিটাল ডেস্ক :  এই বুধবার (২০) ব্রাজিলের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে বহুল আলোচিত “ভুয়া আইনজীবী” কেলেঙ্কারির তদন্ত অভিযান। সাও পাওলো, রিও ডি জেনেইরো, সিয়ারা, পার্নাম্বুকো, বাহিয়া এবং রিও গ্র্যান্ডে দো নর্তে—মোট ছয়টি রাজ্যে চলছে এ অভিযান।

তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যেই ২৭টি তল্লাশি ও জব্দ পরোয়ানা এবং ১২টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। শুধু সাও পাওলো রাজ্যেই সাও পাওলো নগরীসহ গুয়ারুলহোস, ইটাকোয়াকুয়েসেতুবা এবং সাও ভিসেন্টে শহরে ১২টি তল্লাশি পরোয়ানা ও ৫টি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হয়েছে। রিও ডি জেনেইরোতে এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাও পাওলো জননিরাপত্তা বিভাগের তথ্য অনুযায়ী, এ অভিযান শুরু হয় সান্তা ক্যাটারিনার জয়েনভিল শহরে অবস্থিত জালিয়াতি প্রতিরোধ ইউনিটের উদ্যোগে। সন্দেহ করা হচ্ছে, একটি সংগঠিত গ্যাং ফেডারেল সরকারী সিস্টেম ও আদালতে হ্যাকিং কার্যক্রম পরিচালনা করেছে।

তদন্তে আরও জানা গেছে, ব্যক্তি ও আইনি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত এই দলটি সান্তা ক্যাটারিনার প্রকৃত আইনজীবীদের পরিচয় ও মামলার তথ্য অপব্যবহার করে অর্থনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছিল।

অভিযানে অংশ নিয়েছে—

সশস্ত্র ডাকাতি ও হামলা দমন ইউনিট

কৌশলগত পুলিশ অপারেশন বিভাগ

সাও পাওলোর বিভিন্ন থানার পুলিশ সদস্যরা

এছাড়াও সাও পাওলো সিভিল পুলিশের গোয়েন্দা বিভাগ, বিচার বিভাগের প্রতিনিধিরা এবং ব্রাজিলিয়ান বার অ্যাসোসিয়েশন (OAB)–এর সদস্যরাও অভিযানে সক্রিয়ভাবে সহযোগিতা করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ