Header Ads Widget

Responsive Advertisement

ট্রাম্প প্রশাসনের পক্ষে সুপ্রিম কোর্ট, দক্ষিণ সুদানে অভিবাসী পাঠানোর নিষেধাজ্ঞা প্রত্যাহার



বিশ্ব সংবাদ, দক্ষিণ আমেরিকা ডিজিটাল ডেস্ক : ওয়াশিংটন, ২৭ জুন — জন্মভূমির বাইরে থাকা অভিবাসীদের বিতাড়নের বিষয়ে আবারও ট্রাম্প প্রশাসনের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।

দক্ষিণ সুদানের মতো রাজনৈতিকভাবে অস্থিতিশীল দেশে আটজন অভিবাসীকে ফেরত পাঠানোর ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন বোস্টনভিত্তিক ফেডারেল বিচারক ব্রায়ান মারফি — সেটি বৃহস্পতিবার বাতিল করে সর্বোচ্চ আদালত।

গত ১৮ এপ্রিল বিচারক মারফি তথাকথিত ‘তৃতীয় দেশে’ অভিবাসী পাঠানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেন। তবে ট্রাম্প প্রশাসন সেই আদেশ উপেক্ষা করে দক্ষিণ সুদানে কিছু অভিবাসী পাঠায়। এ ঘটনায় ২১ মে বিচারক মারফি নতুন একটি প্রতিকারমূলক আদেশ দেন।

পরে সুপ্রিম কোর্ট ২৩ জুন ১৮ এপ্রিলের নিষেধাজ্ঞা স্থগিত করে। সর্বশেষ বৃহস্পতিবার জাস্টিস ডিপার্টমেন্টের আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত জানায়, ২১ মের আদেশটিও পূর্ববর্তী নিষেধাজ্ঞার মতোই স্থগিত থাকবে।

এদিকে অপরাধ, অপহরণ ও সশস্ত্র সংঘাতের ঝুঁকির কারণে দক্ষিণ সুদানে ভ্রমণ না করতে দেশটির নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেইট ডিপার্টমেন্ট।

সুপ্রিম কোর্টের এই আদেশের বিরোধিতা করে মত দিয়েছেন আদালতের দুই উদারপন্থী বিচারপতি সোনিয়া সোটোমেয়র এবং কেতাঞ্জি ব্রাউন জ্যাকসন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ