Header Ads Widget

Responsive Advertisement

মধ্য ভূমধ্যসাগরে ১১৭ অভিবাসীকে উদ্ধার, দুই দেশের দায়িত্বহীনতায় ক্ষোভ



বিশ্ব সংবাদ, দক্ষিণ আমেরিকা ডিজিটাল ডেস্ক :  মধ্য ভূমধ্যসাগরে পৃথক অভিযানে ১১৭ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার পরিচালিত এসব উদ্ধার অভিযানে অংশ নেয় মানবাধিকার সংস্থা আরচির পরিচালিত উদ্ধার নৌকা গারগানে-৬ এবং ওশান ভাইকিং

বৃহস্পতিবার সকালে মাল্টার উপকূলবর্তী এসএআর (সার্চ অ্যান্ড রেসকিউ) জোন থেকে ৬০ জন অভিবাসীকে উদ্ধার করে গারগানে-৬। উদ্ধার হওয়াদের মধ্যে ১২ জন শিশু ও তিনজন গর্ভবতী নারী রয়েছেন। তাদের অনেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

পরে নৌকাটি কাছাকাছি আরও একটি বিপদগ্রস্ত নৌকার সন্ধান পায় এবং সেখান থেকে আরও ২০ জন অভিবাসীকে উদ্ধার করে। তবে এই দুটি ঘটনায় মাল্টা ও ইতালি সরকারকে একাধিকবার ফোন ও ই-মেইল করে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে সংস্থা আরচি

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই দেশের এমন নিষ্ক্রিয়তা গভীর ব্যর্থতা। এতে স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন, বিশেষ করে এসএআর ও সোলাস কনভেনশন লঙ্ঘিত হয়েছে। এই চুক্তিগুলোর আওতায় বিপদগ্রস্ত মানুষকে দ্রুত এবং কার্যকরভাবে উদ্ধার করা রাষ্ট্রগুলোর দায়িত্ব। ২০২৫ সালে এসেও এমন পরিস্থিতি একেবারেই অগ্রহণযোগ্য।’

বর্তমানে ইতালি উপকূলে একমাত্র উদ্ধারকারী নৌকা হিসেবে কাজ করছে গারগানে-৬। ছোট আকারের এই নৌযান বেশি মানুষ উদ্ধার ও তদারকির সক্ষমতা রাখে না। সর্বশেষ খবর অনুযায়ী, এনজিও লাইফ সাপোর্ট-এর উদ্ধারজাহাজ ইমার্জেন্সি গারগানে-৬-এর সহায়তায় এগিয়ে যাচ্ছে।

এর আগে বুধবার লিবিয়া উপকূলবর্তী এসএআর জোন থেকে আরও ৩৭ জন অভিবাসীকে উদ্ধার করে ওশান ভাইকিং। তাদের মধ্যে চারজন শিশু ছিল। এই অভিবাসীরা প্রায় ১২ ঘণ্টা কোনো খাবার ও পানি ছাড়াই সাগরে ভেসে ছিল। উদ্ধারকারী সংস্থা এসওএস মেডিটারানে-কে বিষয়টি জানায় সমুদ্রে নজরদারি করা বিমান সিবার্ড

মানবাধিকার সংস্থাগুলো জানায়, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সমন্বিত উদ্ধার ব্যবস্থার অভাব এবং উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্স-এর সীমিত দায়িত্বের কারণে সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

উল্লেখ্য, মধ্য ভূমধ্যসাগরকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুট হিসেবে ধরা হয়। বিশেষ করে তিউনিশিয়া ও লিবিয়া থেকে ইউরোপে পাড়ি জমানোর সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হন অভিবাসীরা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এ পর্যন্ত ভূমধ্যসাগরে দুই হাজার ৪৫২ জনের মৃত্যু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ