ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, যুক্তরাষ্ট্রের সিনেটে এই বিষয়ে একটি বিল উত্থাপন করা হয়েছে। বিলে প্রস্তাব দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা রাশিয়ার সঙ্গে বাণিজ্য করবে, তাদের রপ্তানি পণ্যে ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। সিনেটে ইতোমধ্যে ৮৪ জন এই বিলের পক্ষে সমর্থন দিয়েছেন। আগামী আগস্টে বিলটি পাসের জন্য উপস্থাপন করা হতে পারে।
রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘যদি কোনো দেশ রাশিয়া থেকে পণ্য কেনে এবং ইউক্রেনকে সহায়তা না করে, তাহলে তাদের পণ্যের ওপর ৫০০ শতাংশ শুল্ক বসানো হবে। ভারত ও চীন পুতিনের ৭০ শতাংশ তেল কেনে, যা রাশিয়ার যুদ্ধ পরিচালনায় বড় ভূমিকা রাখছে।’
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৬৮ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা মহামারি-পূর্ব সময়ের ১০ দশমিক ১ বিলিয়ন ডলারের তুলনায় অনেক বেশি।
বিশ্লেষকদের মতে, রাশিয়া থেকে ভারত ও চীনের তেল আমদানি বন্ধ করা গেলে রাশিয়ার অর্থনীতি বড় ধাক্কা খাবে। আর এই বিল পাস হলে ভারতের অর্থনীতিতেও এর সরাসরি ও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
0 মন্তব্যসমূহ