Header Ads Widget

Responsive Advertisement

গাজায় হিরোশিমার চেয়ে ছয় গুণ বেশি শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল: জাতিসংঘ দূত



বিশ্ব সংবাদ, দক্ষিণ আমেরিকা ডিজিটাল ডেস্ক :  জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ জানিয়েছেন, গাজা উপত্যকা ধ্বংস করতে হিরোশিমায় ব্যবহৃত বোমার চেয়ে ছয় গুণ বেশি শক্তিশালী বিস্ফোরক নিক্ষেপ করেছে ইসরায়েল।

বৃহস্পতিবার (৩ জুলাই) জাতিসংঘ মানবাধিকার পরিষদে ফিলিস্তিনের চলমান মানবিক সংকট নিয়ে সর্বশেষ প্রতিবেদন উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান। খবর আল জাজিরার।

আলবানিজ বলেন, গাজায় ৮৫ হাজার টন বিস্ফোরক ফেলা হয়েছে, যা হিরোশিমার পারমাণবিক বোমার ছয় গুণ বেশি শক্তিশালী। এই হামলায় ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করে অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো বিপুল মুনাফা করেছে। তিনি গাজায় চলমান হত্যাযজ্ঞকে আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, তথাকথিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’কে একটি ‘মৃত্যুফাঁদ’ বলে অভিহিত করা যায়, যা ক্ষুধার্ত, দুর্বল মানুষকে হয় মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, নয়তো পালিয়ে যেতে বাধ্য করছে।

আলবানিজ জানান, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে পরিস্থিতি ভয়াবহ। সরকারি হিসেব অনুযায়ী এ পর্যন্ত ২ লাখের বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১১৮ ফিলিস্তিনি নিহত এবং ৫৮১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত ত্রাণকেন্দ্রের সামনে অপেক্ষমাণ ১২ জন ত্রাণপ্রার্থীও ছিলেন।

মন্ত্রণালয় আরও জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৫৭ হাজার ১৩০ জন নিহত এবং ১ লাখ ৩৪ হাজার ৫৯২ জন আহত হয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ