Header Ads Widget

Responsive Advertisement

নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা




বিশ্ব সংবাদ, দক্ষিণ আমেরিকা ডিজিটাল ডেস্ক :নারায়ণগঞ্জ, ২৬ জুলাই:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার নারায়ণগঞ্জে র‌্যাব-১১ সদর দপ্তর এবং পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এখনো সব অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি, তবে নির্বাচন শুরু হওয়ার আগেই তা নিশ্চিত করা হবে। এই কাজে রাজনৈতিক দলগুলোকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।”

মোহাম্মদপুরে সম্প্রতি ঘটে যাওয়া আলোচিত ছিনতাইয়ের ঘটনা প্রসঙ্গে তিনি জানান, “ওই ঘটনার সঙ্গে জড়িত চারজনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তদন্ত টিম কাজ করছে, কোনো দোষীকেই ছাড় দেওয়া হবে না। কেউ দায়িত্বে অবহেলা করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

জুলাই মাসে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানের মামলাগুলোর বিষয়ে তিনি বলেন, “অনেক মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। তবে উদ্দেশ্যমূলকভাবে অনেক নিরপরাধ ব্যক্তিকে আসামি করায় কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা নিশ্চিত করছি যেন নিরপরাধ কেউ হয়রানির শিকার না হয়।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, গত এক মাসে ভারত থেকে প্রায় ১,৫০০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে। “আমাদের নাগরিকদের অবশ্যই গ্রহণ করতে হবে, তবে রোহিঙ্গাদের যেভাবে পুশইন করা হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। আমরা তাদের ফিরিয়ে দিচ্ছি।”

তিনি অভিযোগ করেন, “ভারত সরকার অনেক সময় নিয়ম না মেনে পুশইন করছে—নদীর পাড়ে কিংবা জঙ্গলে ফেলে যাচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে এবং ইতোমধ্যে কিছু প্রতিক্রিয়াও পাওয়া গেছে।”

সংবাদ প্রতিবেদন
South America Bangla News
২৬ জুলাই ২০২৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ