সানা, ২৮ আগস্ট: ইয়েমেনের হুথি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়িকে বিমান হামলায় হত্যা করেছে ইসরায়েল। বৃহস্পতিবার রাজধানী সানায় পরিচালিত হামলায় তিনি নিহত হন। ইরান-সমর্থিত এ নেতা সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে তেলআবিব।
ইয়েমেনের স্থানীয় সংবাদমাধ্যম আল-জুমহুরিয়া চ্যানেল এবং আদেন আল-গাদ জানিয়েছে, আহমেদ আল-রাহাওয়ি সানার একটি অ্যাপার্টমেন্টে অবস্থানকালে ইসরায়েলি বিমান হামলার শিকার হন। এসময় তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীও প্রাণ হারান।
ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দ্য টাইমস অব ইসরায়েল এ খবর নিশ্চিতভাবে প্রকাশ করেছে।
একই দিনে রাজধানীর বাইরে আরেকটি সমাবেশ লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। সেখানে হুথি সরকারের অন্তত ১০ জন জ্যেষ্ঠ মন্ত্রী উপস্থিত ছিলেন। তারা গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল-হুথির বক্তৃতা শুনতে জড়ো হয়েছিলেন। ইসরায়েলের চ্যানেল-১৩ নিউজ রাজনৈতিক সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, ওই হামলাও সফল হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওয়াইনেট নিউজ জানিয়েছে, হামলার ফলে হুথিদের সামরিক ও সরকারি শীর্ষ নেতৃত্বের বড় অংশ নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা হামলার রিয়েল-টাইম তথ্য সরবরাহ করেছে। ভারী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও হামলাটি সফল হয় বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
আল-হুথি যখন ভাষণ দিচ্ছিলেন, তখন ইসরায়েলি সেনারা সরাসরি তা পর্যবেক্ষণ করছিল বলে জানানো হয়েছে। তবে হুথি নেতা আব্দুল মালিক আল-হুথি বা অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ইসরায়েলি সেনাবাহিনী।

0 মন্তব্যসমূহ