এ সময় ছাত্রদের গ্রেফতারের নিন্দা জানান অভিভাবক ও বীর মুক্তিযোদ্ধারা। শিক্ষকরাও ছাত্র জনতার ওপর পুলিশি হামলার কঠোর সমালোচনা করেন।
তাদের এই বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন। আন্দোলন দমাতে সরকার জামায়াত-শিবিরসহ নানা ইস্যু তৈরি করছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। ছাত্রসমাজ কখনও তা মেনে নেবে না বলেও জানান তারা।
কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা মো. শরীফ হোসেন বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি দেখে ঘরে থাকতে পারিনি। আমরা মুক্তিযোদ্ধরা তোমাদের পাশে আছি ও থাকব। এ সময় তিনি সকল মুক্তিযোদ্ধাকে রাস্তায় নেমে আসার আহ্বানও জানান তিনি।
প্রসঙ্গত, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে আজ সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সূত্র - যমুনা টিভি
0 মন্তব্যসমূহ