Header Ads Widget

Responsive Advertisement

কুয়েতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান



বিশ্ব সংবাদ, দক্ষিণ আমেরিকা ডিজিটাল ডেস্ক :মধ্যপ্রাচ্যের কুয়েতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক গ্রেপ্তার অভিযান চলছে। সম্প্রতি দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো রাজধানী কুয়েত সিটির বিভিন্ন এলাকায় গ্রেপ্তার অভিযান চালিয়েছে। এ সময় বহুসংখ্যক অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৬ জুলাই) রাজধানী কুয়েত সিটির অদূরে বিদাইদ আল গার এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। একই কায়দায় অভিযান চালানো হয়েছে কুয়েত সিটির দক্ষিণাঞ্চল আল ফাওয়ারনিয়াতেও।
শনিবার (২৭ জুলাই) মধ্যপ্রাচ্যের গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ সংবাদ প্রকাশ হয়েছে।
কুয়েত সিটির গভর্নর আব্দুল্লাহ সালেম জানিয়েছেন, অভিযানটি আকস্মিক মনে হলেও এটি নিয়মিত অভিযানের অংশ। কুয়েতে অবৈধভাবে অবস্থান করা অর্থাৎ আবাসিক আইন লঙ্ঘনকারী সব অভিবাসীদের গ্রেপ্তার করা শুরু হয়েছে। আমি নিজেও উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এ অভিযানে সহায়তা করেছি।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অভিবাসীদের যারা নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজপত্র বৈধ করতে পারেননি তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানো হবে। তবে ঠিক কতজনের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে সেটি নির্দিষ্ট করে জানায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে, চলতি বছরের মার্চে কুয়েতে অবৈধ অভিবাসীদের বৈধ হতে তিন মাস সময় দেওয়া হয়। এ সময় কোনো অভিযানে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এবং এ তিন মাসে অবৈধ অভিবাসীদের কোনো ধরনের জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগও দেওয়া হয়।
যেসব অভিবাসী এই সুযোগটি ব্যবহার করে কুয়েত ছেড়েছেন তারা চাইলে বৈধ উপায়ে পুনরায় কুয়েতে যেতে পারবেন। কিন্তু নির্দিষ্ট সময়ে যারা বৈধ হতে পারেননি তাদের বিরুদ্ধে এখন কঠোর হচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশটি।

সূত্র - কালবেলা অনলাইন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ