প্রতিবেদনে বলা হয়, নষ্ট খাবার পরিবেশন করার সময় বিমানটি কানাডার নিউফাউন্ডল্যান্ডের দক্ষিণে একটি ফরাসি দ্বীপপুঞ্জ সেন্ট পিয়ের এবং মিকেলনের উপরে ছিল। এ সময় এর পাইলট মেডিকেল বিশেষজ্ঞের সঙ্গে খাবার নিয়ে আলোচনার পরই বিমানটি জরুরি অবতরণ করান। ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ কীভাবে নষ্ট খাবার সনাক্ত করেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি ।
নিউইয়র্ক ফায়ার বিভাগ জানিয়েছে, বিমানটি গত ৩ জুলাই জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। যাত্রীদের মধ্যে ১২ জন অসুস্থ হলেও তারা চিকিৎসা সেবা নেয়ার প্রয়োজন অনুভব করেনি।
উল্লেখ্য, এ ঘটনায় সেই এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে। সেইসাথে ঘটনাটি তদন্তের কথাও জানিয়েছে তারা।
সূত্র - যমুনা টিভি
0 মন্তব্যসমূহ